খুঁটি গেড়ে দাড়িয়ে গেল একখানা ঘর,নিচু তলে কে আছে,আমি যাযাবর!
আমি পঙ্খিরাজ উড়াই পাখনা,জুড়াই মন,হাওয়া লাগিয়ে গায়,দেখি হেঁটে যেতে পারি কিনা তোর শহর!

বীজ লাগিয়ে পুতে দেয়া মাটি,গলন হয় আচমকা বৃষ্টিতে,ছেড়া লিকলিকে শরীর,
গতরে অসুখ মনে সুখ,ফিসফিসে কান শব্দ শোনে পেয়ালা পেতে,অকেজো কান্না মেয়াদোত্তীর্ণ বড়ির!

এসব অচিন্ত গোঁড়ামি ভাবনা লেখে কবি,শোনে শ্রোতা কবি,চিৎকার করে অদম্য পাঠ,দুদণ্ড যাদুটোনা,
করুনা জীবন,তেলতেলে জিব,সেই কবে ছিল এক রুদ্রচাপায় মোড়ানো প্রেমিকার আনাগোনা!

শূন্য গোয়ালে অশুদ্ধ মন,না থেকেছে বেশ,বহুদূর চলে যাওয়া তারকারা খসে পরুক,
দেহ গলে যাক,চিরাম্বনা নারীর টোল ঢেকে যাক মাস্কের গভীরে,পিচাশ থাকুক ভয়ার্ত বাতাসে,মন আর হ্যাঁ না বুলুক!

শাপলার ফুল মাধবী লতায় পেঁচিয়ে হয়েছে হত্যা,বিচারকার্য মুঠোবন্দী তালুতে অসার,
খেয়ে যায় যাক ঘুনপোকা সব,তোলা থাক এক শিশি বিষ,নেই আজি ফুসরত নেই একদণ্ড বসার!















স্টারলিং লন্ড্রি লিমিটেড
২৭/১০/২০২০