একটা চোখের মায়া ফেলে দিলে প্রিয়তমা!
দেখো না আর,যে যায় যাক হেরে,বিজিত তুমি নিদ্রা যাও সুখে।
বাহিরে মোহনা বাতাস,ভিতরে অনলপুর,রহিবে কে বা শুক্ল চতুর্দশীতে এই মহামায়ায়।
ছেড়ে গেছ যাও,সুখ পাহাড়ে চষে বেড়াও বাকিটাক্ষণ!
শুভ অষ্টাদশী আবির মাখিয়ে আঁচল উড়াও,বিদুষী নারী।
আমি কে বলো,সাধ্যি কি আছে তোমায় রাখিবার পারি!

পুতুলের বিয়ে হবে আজ শাড়িখানা ভাজ ভেঙে গায়ে চড়িয়ে দিয়েছে দিদি,
আহা কি সৌন্দর্য,কাহার জন্য জমানো সুখ কোকিলের,কাক লালন করে!
কার উষ্ঠোগত হয়ে গেছে লিপস্টিক মাখা সাজানো ঠোঁট,
চিবুক নামিয়ে দিলে;
একটা রাত কতটাই বা সময় তবু বিনাশ করে দিলো একটা যুগ।
লালসালুকের গহনা ঝংকার!

নিত্য আবেগ শুকিয়ে গেছে নাকের ফুলে,এতটা বছর কিভাবে ছিলে?
হলুদের কাঁচা ঘ্রাণ ছুটেছে নতুন বিলাসী বাড়ি,তুমি টুপ করে কপাল ছুয়ে অবাস্তব করে দাও লক্ষ স্বপ্ন!
সব হাসিমুখ, হাসিমুখ রয়ে গেল;বেলা ফুরালো শুধুই চাওয়ার।
সব ছেড়েছুড়ে আলতা মাখায় ব্যস্ত রমনীর মনে নেই অতীত,ভিতর থেকে উচ্চস্বরে ভেসে আসলো কবুল,
একটা সাজানো গাড়ি,দু'কদম দিয়েই বিলাসী স্বপ্ন!
নতুন গজানো প্রত্যেকটা স্থিরচিত্র বলে আজ পুতুলের বিয়ে!
















স্টারলিং লন্ড্রি লিমিটেড
১৯/৮/২০২০