শোনে বিরস রজনী কত কথা চাঁদের সাথে, জোছনা খপ করে গিলে ফেলে অমাবস্যা!
বৃদ্ধা চাঁদের বুড়ি নিশ্চিত; প্রেমে ডুবেছে খেয়া,মজেছে চাহনী মন!
ডাকি চক্ষু মুদিয়া,ও মাঝিবউ খেয়া ডুবে যায় পরকীয়ার নরকে! আমায় কি নিবা? এসব ফেলে দিয়ে পান কৌটায়!
ইস্টিশনে হামাগুড়ি দেয়া রেলগাড়িটা বহুকাল মূর্তি হয়ে থাকতে থাকতে মরে গেছে সব দুঃখ!
এখন আস্তর পরা শরীরে মধু নেই, ঢিলে লোহার কলকব্জায় মরিচার শহর! এর মধ্যে নরকের বসবাস।
হেলেদুলে প্রিয় মানুষ চাহনীর ওপাশে কুয়াশা হয়ে যায়, ভ্রুক্ষেপহীন ললনা নিজের ব্যঙ্গচিত্র দেখতে প্রস্তুত নয়,এই শহরে সে রঙিন হতে এসেছে!
যাদু নেই সাদাসিধা নৈতিকতায় মোড়ানো বাহুতে,এই হাত পুড়ে দাও,ভিক্ষা নিতে যে অভ্যস্ত নয়।
পরিস্কার পাত্র দাও,মুখ ধুয়ে দেই কেরোসিন কুপিতে!
ব্যাকস্পেস চাপার জন্য যদি এ প্রেমের জন্ম হয় তবে কথাগুলো এমনি এমনি মুছে যাক স্মৃতির ভ্রমে।
একদিন গুগল সার্চে উঠে আসুক পাহাড় প্রেমের বাকিটুকু,
সাতপাহাড় উচু হয়ে দাঁড়িয়ে থাক, সারসের মত!
গালগল্পে চিত্রাকর্ষক দিনগুলো হটিয়ে জয়ীদের কাতারে দাড়াতে পা কাপবে কার?
আজ মরুভূমিতে প্রাণসঞ্চারণের ডাক ডাকে বেহুলা নারী!
নিরিবিলি, নবীনগর
২৯/১০/২০২০