এই পৌষে আমাদের মিলিত হওয়ার কথা ছিলো!
মনে আছে?
হয়তো নেই;খেলাঘর তালপাতার ছাউনি উড়ে গেছে ঝড়ে!
এখনো লাউয়ের ডগায় শিশির নাচে, কই কখনো তো আলখাল্লাটা বেয়ে যায় নি নতুন কুড়ি পাতা।
চায়ের দু'চুমুকে মিটে যাক,কথা হওয়ার অপেক্ষা।
আমাদের মিলিত হবার কথা ছিলো, মনে আছে?
সেই সন্ধ্যায় যখন ঝিরি ঝিরি হাওয়া বহেছিল হাত গুজে দিয়েছিলে ছেঁড়া মলিন খালি পকেটে,
আজও খালি,তবে তোমার জায়গাটাও ভীষণ মন্দাকানা।
প্রেমকানা মানুষটার বন্দী জীবন গহ্বরে হারিয়েছে, উইকেট পতেনর মত বিক্ষিপ্ত সময়ে।
আমাদের মিলিত হওয়ার কথা ছিলো, মনে আছে?
সেই পৌষ কেটে চৈত্রসংক্রান্তি চলে এলো,মহামারী রূপ নিলো প্রাণ!
আমাদের মিলিত হওয়ার সম্ভাবনা উবে গেল।
বৈশাখ চলে এলো, কালবৈশাখী ঝাঁপিয়ে বেড়ালো উত্তর থেকে দক্ষিণ কোণ,
ভিরু পায়ে এগিয়ে দেখি,পায়ে আটকে যায় জলরাশি!
এই তেলেসমাতি তড়িৎ চৌম্বকীয় প্রবাহের লালসায় আমাাদের আর মিলিত হওয়া হলো না।
জমিনে অষ্টমাইন পোতা ছিলো,আক্ষরিক জ্ঞানে সাজানো নাটকের মহরায় মন পবনের নাও ভিড়ছে পূব সূর্য দেখে।
কোথায় কার জন্য জলপ্রপাত থেমে যায় বলো তৃষ্ণার্ত শেষ বিকেল!
তবে আর সাক্ষী বহির্ভূত সম্পর্কে আক্ষেপের বাড়ি ক্রন্দন শব্দে ঝিনঝিন না করুক;
হেটে যাক পরস্পর বিপরীতে।
স্টারলিং লন্ড্রি লিমিটেড
১০/১/২০২০