কবিতাক্ষর ক' বলেছে সে স্ট্যাচু হয়ে যাবে,কলমের ক' বলেছে সেও হারিয়ে যাবে শেষ বিকেল নাগাদ,
আমি থই থই খই খই খিদে নিয়ে কতদূর আগাবো এই নিরিখে?
কম্পমান হাত, হ' তে চন্দ্রবিন্দু বসিয়ে নাক চেপে হাঁত উচ্চারণ করছে,এই দিকে হাত বেচারা রাগ করে তর্জনী আঙুল উচিয়ে বলে পারলে লেখা!
কই যাই বলো তো! সেও নেই তুমিও নেই!
সে অতীত, তুমি আমার বর্তমান; আকুতি রোদনধারা বহিয়ে পিশে যাওয়া পিচঢালা পথে একাকী হাটে,মায়া হয় না তোমার? বর্তমান!
এখন কবিতারা বঙ্কিমকে খোঁজে, রবীন্দ্রনাথের অধ্যায় গুনে শেষ করে,আমার ঠাঁই হয় ঝুট ডাস্টবিনে।
কতশত কাগজ মুড়িয়ে আছে অযত্নে; কাগজের ক' রাও স্ট্রাইক করে দিস্তা দিস্তা কবর হয়ে আছে!
এসবের মধ্যে স্মৃতি হারিয়ে যায়, কথা হয় বর্তমান নিয়ে, যা হয় হবে নিকট চুল ভবিষ্যৎ।
বর্তমান তুমি আমার হও ;
আমার কবিতাচক্র,কলম,কাগজ স্ট্রাইক ভেঙে অনলাইন স্ট্রিমিং এ যাবে,হাত বেচারা পঙ্গুত্ব থেকে বেঁচে যাক,চাও না তুমি?
পুনরুদ্ধার করো এই দড়িয়া টানা মনের কবিতাক্ষরের বিন্যাস।
তুমি হয়ে যাবে এ চক্রবর্তীর কল্যাণী!













স্টারলিং লন্ড্রি লিমিটেড
১৯/০১/২০২১