একটা আয়না কেনো,নিজের ছবি অথবা দুর্লভ আমাকে খুঁজে পেলে রশ্মির নিচ্ছিদ্র আলোয়।
যদিও ততটা দরকারী অঙ্গ আমি নই তবুও প্রতিচ্ছবি যদি ভাসে তবে ভালোবাসা হয়ে যাবে!
বলে কয়ে তোমার হবো কেন প্রিয়তমা?
আমরা দু'জন,সাধনা দু'জনার।

এতটা কাল ক্ষয়িষ্ণু হয়ে গেল,সরীসৃপ পা এগুলো না লতাগুল্মের বৃত্তান্তে,
মনোজগৎ দাপিয়ে বেড়ায় কার উঠানে, কে সেই ঘুঙুর পাখি!

বাহিরে হাবুডুবু জল,এক'পা,দু'পা অন্নলতার খোঁজ, ডুবছি তাহার নিঃশ্বাসে।

বেহেস্তকে টেনে নিয়ে দেখি তুমি হুর আমার মানব শেকলে বাঁধা,
আমি মরি আমি ডরি এক মায়ায়।
উল্কাসুখ বেতারের গানে উহ্য হয়ে রয় প্রিয় কন্ঠস্বরে,
জিজ্ঞাসিত-
কেমন আছো তুমি?












স্টারলিং লন্ড্রি লিমিটেড
৩/৯/২০২০