চলো গা মুছে ফেলি,ঝরে যাক স্নানের শেষ ফোঁটাটা;
সব জানা হয়ে গেলে তবু থেকে যায় যেমন শেষ কথাটা।
         তোমাকে জানতেই পাড়ি দিতে হয়েছে মরু,
  কাঠগোলাপের মহড়ায় দিনের যেমন হয়েছে শুরু।

তারপর, কঠোর এই রাতে হিম ঘরে নিভে গেলে আলো,
চরিত্র কাল্পনিক,তার চিত্রটি আঁকা যায়, কে কতটা ভালো!
চাঁদ থেকে কেঁটে নেই খানিক,হয়ে যায় ক্লিওপেট্রা ফুল,
যা কিছু অতীত কেনো সুদের হারে সব হিসেব হয় ভুল?

এই যে আমার অতিথি, স্টপেজে নেমে গেলে থাকে সে তাজা অতীত,
প্রশ্নের অক্ষরে গভীর সংকট,রেখারা দুজনের হাতে আঁকে স্বপ্নের ভিত।

আমার কালিতে শব্দরা হাসি হাসে রঙচটা,
পড়ে নিও গাঢ় করে আবেগ,
দু’সেকেণ্ড বাদে হয়ে যাওয়া সাবেক!
কখনো বলা হয় নি বা বলার সুযোগ-ই হয় নি আমার শেষ কথা।



নিরিবিলি
২০/৪/২৪