কি জানি! কি জানি না!!
বোমকেশ যাদুমন্ত্রে বারিধারা বহে নাকি!

সুশ্রী রূপ চৈতন্যে রুপকথার ফিনিক্স পাখি,ডানা ঝাপটায় কোন অনাদরে?
কে তাহারে ভালোবাসি বলে জাল বিছিয়েছিল শকুনে থাবার;
আহারে, অভিশপ্ত রোদ!  তাহার মুখখানি মলিন।

কি জানি! কি জানি না!!
রূপ,লুকিয়ে থাকো আটলান্টিকের তলদেশে।

রংধনু ছুঁয়ে গেছে রূপালী বক্স, গালের অধিকাংশ জুরে প্রলেপ, ঢেকে আছে সরল।
রাতের কুহুরব, নীরবতা আর জোনাকির পিছন ফুঁড়ে টিমটিমে আলোয়,
আজ নতুন কিছুর ইঙ্গিত!

কি জানি! কি জানি না!!
কেন সে লুকোয় না কালো ছামিয়ানায়।

চোখের কোনে কি ঘাম জমে?
নাকি টুপ করে একফোঁটার কয়েক সহস্র ক্ষুদ্রাংশ এসে জমেছে।
কাঠঠোকরার আঘাতে ক্ষতিগ্রস্ত গাছ কখনো কাঁদতে পারে না,হয়তো তার সম্বিৎ নেই!

কি জানি! কি জানি না!!
এক আবদ্ধ ঘরে কৃত্রিম সাজ সাজ রব, প্রত্যহ।





১/১০/২৩
পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট।