কি চাও?
মৃত লাশগুলো আবার কথা বলুক।
আমি ভুলে যাবো সব, সব যা আমাকে পেরেশান বানায়।
আমি ভুলে যাবো সব দ্বিরুক্তি, কানে কানে বাজা কান্নার আওয়াজ, হয়তো কোন মায়ের অথবা বোনের অথবা কোন ভাইয়ের অথবা বাবার।
আমার শিকল খুলে দাও! খুলে দাও মুখের বাঁধন।
অনেক কথা বলার ছিল, সব এড়িয়ে যাচ্ছে লাশের ভিড়ে।
উটকো হাওয়া আসছে......
এই ঝড় থামাও, ঝড়ের পর সব লণ্ডভণ্ড।
সব প্রিয় বিনা আমি একা বেঁচে থাকি নির্বিশেষে,
আমার মৃত্যু এসে ঠেকেছে গলার স্বরের পাশে।
৩/৮/২৪
সাভার