মুর্খ ড্যাবড্যাবা একটা পঞ্চায়েত মশাই!
হাটু জোগআসনে বসে আমার বিচারকার্য ধার্য করছেন।
রগরগে ঠাই মাথায় আগুন, চিতা জ্বালানো কাঠখড়ি কই!
আমায় পোড়ালে প্রেম কি জ্বলবে? এই লাইন,চাকায় চাকায় ঘর্ষণরোধী, প্রেমিকার বুক পুড়ে যাবে ছাড়খাড়।
অথচ, রাতভর এলোমেলো বন্যায় তলিয়ে গেছে মন বাদে সব সম্পত্তি!
কি বিচার করবেন আপনি পঞ্চায়েত?
আমি দেখিলাম ঢেলে দেয়া কেরোসিনে কাঁচা আম্রকানন দাউদাউ করে জ্বলছে; এখানের এক কোনেই প্রেমিকের আসন, সাধনার ঘর!
দূরে তাকিয়ে না আছে জলের নিশানা, না দেখতে পাই প্রেমিকার আহাজারি,
দু'ফোটা চক্ষু জল বোধহয় সেদিন নিভিয়ে দিতে পারতো হাজার মাইল খানেক জ্বলে যাওয়া পথ।
এখানে জঙ্গল পুড়ে সাফ হয়েছে, কিছু ক্ষত রয়েছে তবে উন্মোচিত নতুন বসবাস, নতুন দিগন্ত।
এখানে কোলাহল বেড়ে শেয়াল নেই, হিংস্র বিষাক্ত সাপের ছোবল নেই,নেই ভয়ার্ত প্রতারণা!
এখানে সবই জীবন্ত শুধু অক্সিজেনের কৃত্রিমতা পোড়ায় এখনো বুক।
সব পোড়া ইটে ভরে ওঠা গাঁথুনি, ছুই ছুই করা আকাশ পানে চাঁদটাকেও মেরে ফেলেছে হঠাৎ!
এখানে কিছুই নেই, না আমি,না প্রেমিকা! সঞ্জীবনী জীবন নিষিদ্ধ, মনগড়া বন্ধন চলে বৃদ্ধ নাগাদ।
এ পাড়ে ঘাট দেয়া বন্ধ স্টিমারের, ওপাড়ের মুখই দেখি না।
কি বিচার করবেন আপনি পঞ্চায়েত?
বিচার ই বা কে দিয়েছে? কে দিয়েছে আমায় অন্ধকার, নাকি আমি বিদ্যুৎ নিয়ে নিয়েছি!











এজিএস, টঙ্গী বিসিক
১৭/৯/২১