কে?
পরিচয়ে নেই স্বস্তিবোধ, বলবে সবাই সে!
রূহের সাথে বাম পাজরে রয়নি বেঁধে যে।

জানবে না কেউ, "সে" কখনো একটা ছিল "তুমি"
সব শেষে যে আমার জন্য বাকি-ই ছিলাম আমি।

কে?
তোমার সাথে দেখা হওয়ার কোন অভিপ্রায় ছিলো কি?
আমার যেমন হঠাৎ হঠাৎ উড়ে যাওয়ার ইচ্ছে আছে বাকি!

মেঘের কোলে রোদ এসে যে হপ্তাহ তোলে রোজ,
বৃষ্টি ছাড়া মেঘের দেশের নেয় না তো কেউ খোঁজ।

কে?
ছাপোষা প্রেম আয়ু নিয়ে ভাগলো বিরলে,
শূন্য আমার ফল যে হলো অংক সরলে!

কারে আমি মিলাই গুণে, যোগ বিয়োগ আর ভাগে;
সে আমারে বিবশ করে সর্প বিষের আগে।

কে?
হলফ ধরে গলদ করে পাঠাও কারে চিঠি,
অক্ষরে মোর জ্ঞান হারাবে দেখে নামের ইতি।

উপোস করে মানত পাঠায় আকাশ পানে যে,
তারে আমি কুষ্ঠি বাধি আমার আমি তে।



মিরাশপাড়া
২১/৫/২৪