কই যাবি তুই প্রান সখি বাধিয়াছি লতায় পাতায়
ফেনা তুলে মুখ ভার করে আছি,কত যে কথায় কথায়।

হারিয়ে ফেলেছি শৈশব মোর একখোসা আম ঝিনুক
চাহিবা মাত্র টাকাগুলো সব বাহক না হয় চিনুক!

জড়িয়ে ধরা কম্বলটা মোর ফুরিয়ে ফেলেছি সম্বল
মনে মনে কবে লেগে যে গেছে সিল,উঁচুলিপ্সার দঙ্গল।

হাহাকার সব চিবিয়ে খেয়ে হজম হলো না পেটের
ছেড়ে আসা নৌকা ডাকাতি, মালিক ছিলোনা ঘাটের!

হুড়মুড় করে ভেঙে গেল বাসর,তবু ঝলমল সখির মন
কোনদিন ভবে কে জানিবে কবে,সে ছিলো আপনজন।

চাহিলাম সুখ পাতাঝড়া অসুখ ঝড়হাওয়া বারান্দায়
জোছনা লাগাবো দুলে দুলে ওঠা রঙিন পোশাক গায়!

ডুবতে যাওয়া নাকখানি তবু উঁচু করে আছি ধরে
নিশ্বাস নেই চারিপাশে আজ, কবে যে গেছি মরে!

সহিংসতা একবার মেনে ঝুলে গেছি মগডালে
ঠেলে দিলে কেন অমাবস্যা রাতে জোছনার আড়ালে!












স্টারলিং লন্ড্রি লিমিটেড
৫/১১/২০২০