অবৈধ পাতাপঁচা জলাবদ্ধতায় যে মাছটা আটকে,সে নিশ্বাস নেয় কি করে?
মহাসাগরের মাঝামাঝি দ্বীপে ছিপ হাতে চন্ড্রী দাস!
এসব কালো হয়ে যাওয়া চামড়া টানে না বরশী ছিপ,রজকিনী তো বহুত গভীর জলে।
জাল কই আর জেলে!লেগে আছে সাধনায়;
খপ করে গিলে নিলে যে রজকী? কি দেখেছিলে তাঁহাতে?
কলাপাতার আদর নয় উহা চিনামাটির পেয়ালা!
পারস্য ভ্রমণকালে জল দেখা চোখ ক্ষুধা শ্রান্তির খবর দেয় নি, বোঝা দায়;
মানবেতর মন,জমানো আকাঙ্খার ব্যক্তি চেনে না, হুশ জ্ঞান সময়ের যাতনা;
যতুবা নতুবা জীবন বাধ্য নিছক খেলায়!
এ খেলায় হেরে যাওয়া যায়, জিতে যায় প্রবঞ্চনা গঞ্জনার ইতিহাস!
কে তুমি? বিজিতা! কোকিল ডাকে তোমার বাহিরে,
কোথায় সে সুখপাখি? আমি যাকে খুঁজতে গিয়ে থেমে গিয়েছি গহীন জঙ্গলে।
উদ্ধারে অনিশ্চয়তা জেনেও বহুবার কাঁটার আঘাত দৃঢ় পায়ে,
আজ অকালে পা পঙ্গু হয়ে পরে রইলো,
সুখপাখি খাঁচায় গিয়েছে,পরিবর্তীত খাঁচায়।
এই খাঁচা সোনায় মোড়ানো কি! যুৎসই ন্যায়ানুগ বিচারের আবেদন ডাকবিভাগে পাঠিয়ে দেয়া;
বাদী-বিবাদী দু'জন উত্তর পাবে কোন একদিন।
খামটি ছিড়ে দেখো তুমি জিতে যাওয়া অবিশ্বাস!
নিরিবিলি, নবীনগর
২২/৮/২০২০