ঝিঙে ফুল আমায় সুবাসে আড়ষ্ট করো,
পরিপক্ক আলো ছুয়ে যাক বিদ্বেষের তীর,বিঁধে যাক ছুয়ে যাওয়া অবিশ্বাসে পোকামাকড়ের অত্যাচার।
ফুটা পাতায় নবায়ন হয় না কুঁড়ির, আমি কামুক চোখে দেখি বিরহ রূপক,মরে যাওয়া শুকনা পাতা মর্মরের শব্দ হিস্যায় বিক্রি হয়!
উপরে বেয়ে যাওয়া লতায় ঝুলে-দুলে ঝিঙে জন্ম নিয়েছে,সব কি বাঁচবে?
একই সালোকসংশ্লেষে খাওয়া জোটে নি আঁটকুড়া কপালে,কয়েকটা মরে গেছে দুঃখ নিয়ে জন্মলগ্নে।
কই সেই শ্রেণি বিন্যাস যাহারা আস্তে আস্তে মরে গেছে ফুলের চতুরে,
হলুদ ফুল চুষে গিয়ে কালো ধোঁয়ায় মিশে আছে আধ্যাত্মিক সরলতা! এখানে বসন্ত ক্ষয়ে যায়, বিছিয়ে থাকা ঝড়া ফুল আকুতি জানায় শাড়িকন্যায়।
জানো,কত দিন পেকে হলুদ হয়ে টক বর্ণে মরে যায়, আমিও জ্যান্ত শ্মশান।
ঝিঙেফুল আমার কবরখানা সুবাসে ভরিয়ে দিও!
স্টারলিং লন্ড্রি লিমিটেড
৫/১০/২০২০