আমার অন্ধকারে ডুবের মাঝে জলজ শ্যাওলার দেখা,
হেথায় পাকাপোক্ত আমন্ত্রণ তো বহু দূরের গন্তব্য,
ক্রমশ এদিকে মৃত্যু নামে ঘুটঘুটে সন্ধ্যার।
প্রকাশ্যে বর্ণিত হলো তোমার মিথ্যে আবেদন, এগুলো কি বিধাতার কাছেই ছিল?
ভাবি আর অভিশপ্ত হয়ে যাই।
আমি অঙ্কুরেই যদি মাটিচাপা দিয়ে দিতাম তবে বাড়তে কিভাবে!
এই শাখা-প্রশাখা কোন মাচায় ঝুলতো, এখন উপরমুখী হলে নিঃশব্দে।
প্রতিষেধক নিয়ে নিও, কে জানে পোকায় কাটলে শীর্ষ থেকে শেকড়ে পরে গেলে বাঁচবে তো?
নাড়ানি হাতের মানুষটি যে আর তোমার অপেক্ষায় নেই!
মূল্যহীন বহুকালের অপেক্ষা তাই কঙ্কাল হয়ে ঝুলে আছে কোন ডোম ঘরে,
স্বপ্নে কত বাধা ব্যপ্তি তবেই এত অনুভুতির ঘ্রাণ নাকে লাগছে না,
অবাঞ্ছিত মৃত্যু ডাকে এমন শ্যাওলায়।
তাহলে বেঁচে আছি বলা যায় ?
আকাঙ্ক্ষার চৌবাচ্চায় ডুবে আছি শ্যাওলার বনে,
তুমি আমায় আমৃত্যু মৃত্যু দিলে।
নিরিবিলি, নবীনগর।