আমার অযাচিত মন তোমার প্রশ্নের উত্তর দিতে চায়,দেখো দোসর মন হাসছে কিন্তু দাঁত দোপাটি খুলছে না ভয়ে! কি মুশকিল বলোতো!
পৃথিবীর সবচে নির্ভেজাল উত্তরটি তোমায় ভয় পায়, হ্যাঁ তোমাকেই ভয় পায়।
কখনো একটা ভয়ঙ্কর পৃথিবী সবুজায়নে খুপরি ঘরের জানান দেয়, কখনো লিটল বোমায় বিক্ষিপ্ত হয় বিছিয়ে থাকা হিরোশিমা নাগাসাকি মন!
এখানে জান্নাত আছে,সাত সাতটি!  আমার প্রবেশে বাঁধা নেই, আমি হাটছি...

বিশ্বাস করো আমাদের মনের সহাবস্থান নেই, দুই মেরুতে ক্রমশঃ নিস্পৃহতা নিয়ে বেঁচে থাকি,
কেউ নেই সেখানে; কেন, কোন অদ্ভুত আচরণে পিছাতে পিছাতে গুহার মুখে পা ফস্কে উল্টে যাই!
বহু পুরাতন মমী বইয়ের গল্পে উঠে এসেছি, তুমি আমি, ভবিষ্যৎ।
কিন্তু যোজন দূরত্ব কি যাযাবর পাখির মত কালেভদ্রে কমে?
এখানে শিকারীরা ওঁৎ পেতে থাকে,গায়ে গায়ে হিংসার চর,
দূরত্বে থাকো হৈমবাসন্তী।
তোমার সৌন্দর্য,মায়া গিলে খাই সকাল বিকেল, আমার উঠোনে রোদ কমে না তোমার আলোয়,
ঝলসে দাও গরম উষ্ণতা ঢেলে দিয়ে গায়।

আটকে থাকা অসহ্য জ্যামের চাকায়,
জানালা দিয়ে অচিনপুরে তাকালে অস্পষ্ট আলোদের প্রস্তুতি,চোখ নিয়ে খেলা করার,
এখানে চাঁদের হাসি দেখে থেমে যাই, সব কুড়িয়ে নেয় তোমার চন্দ্রমুখ।
অসার পা দু'টো বিক্ষিপ্ত ছোটাছুটিতে হাঁটার প্রস্তুতি নিয়েছি, একটু আগাবে বাসন্তী?













আশুলিয়া
৯/১১/২০২১