এভাবেই দাড়িয়ে রই আগন্তুক বোকা শহরে!
ফিরে যাওয়া আর হলো না তোমার ঠিকানায়,অলিগলি কতশত হেঁটে ফেলেছি, কতকাল পেরিয়েছে আশাহত সকালের।
ধোঁয়া ওঠা চায়ের চুমুক দেয়া ঠোঁটে উষ্ণতা নিয়ে চিৎকার করে বলা হয়েছে,
হে শহর! আমার প্রেমিকা নিখোঁজ!
প্রতিধ্বনি দেয়া-নেয়া হয়েছে কানে কানে,আর হেসে গড়িয়েছে জীবিত মানুষগুলো।
তুমিও ছিলে নিশ্চয়ই তাদের দলে!
এই আওয়াজের আবহ পৌছায়নি জানালা বদ্ধ নতুনত্ব স্বাদের অভিজাত আলোকসজ্জায়।
এভাবে যুগ পাল্টে খোলস পাল্টায় সাপ আরো বিষাক্ত হয়,ছোবল কি আর দিতে হয় এরপরো?
এ বিষ পিঁপড়ের মত হেটে গড়িয়ে শরীরে প্রবেশ করেছে!
মন কি অবাঞ্ছিত নাকি?
সে মুখ থুবড়ে রাস্তায় পরে থাকে,নীল আকাশ দেখে প্রখর রোদে, বৃষ্টিতেও কাঁদে আঁখি,
তবু ছেয়ে যাওয়া সবুজ পৃথিবীর মানুষ তাকে পাগল বলে!
স্টারলিং লন্ড্রি লিমিটেড
৫/১২/২০২০