বিবর্ণ কেন তোমার চুল?
যত পাপ,যত অভাব মেনে নিয়েছি সব আমার ভুল!

ঐ শিরশিরে হাওয়া, লিখে রাখি শীতকাল, শরীর কাঁটা দিয়ে ওঠে না, দাঁড়িয়ে থাকি;
       এখানে বন্দী থাকে কয়েকটা পাখি,
আর আমি?
      পাপড়ির দূরত্বে তবু তোমায় রাখি।
      

এই নিবিড় পর্যবেক্ষণ,
পেতে চায় না,তবু হা হুতাশ করে মন।

আমি ভুলে যাই কে তুমি, কতটা আঘাত মেখেছ কবিতায়, জোড়া জোড়া শব্দরা ক্ষত চুলকায়,
                     বাটা হলুদ লাগিয়ে যাই,
আর তুমি?
       আনন্দে উড়াচ্ছো আমার মন পোড়া ছাই।

হাওয়া হয়ে উড়ি,
তোমার হাতে নাটাই,আমি অজানায় উড়তে থাকা ঘুড়ি।



আউকপাড়া
৪/৩/২৪