আজকাল তো পেট্রোল বোমা ছুড়ছে না কেউ, কেরোসিন, ডিজেলের ভয়াবহ বেড়ে ওঠা হাওয়ায় উড়ছে না হাহাকার।
    সব সয়ে গেছে,
উদিত সূর্যের সাথে জল চোবানো যৌবনা টমেটোর দাম বেড়েছে, আনকোরা চালের বয়স বাড়িয়ে, দিচ্ছে বাড়িয়ে দাম।

পকেটের ভেতর ভয়াবহ খচখচ নেই আড়ম্বরা,
কই কোথাও তো হাহাকার নেই!

এই মসজিদের শহরে রোজ কত শোক সংবাদ জানায়, আনাচে কানাচে বেড়ে ওঠা হাসপাতালে লেগে আছে চিৎকার,
জীবন্মৃত গোঙানো আওয়াজ।

সব স্বাভাবিক,
কোথাও কোন হাহাকার লেগে থাকছে না!

মুখ ফুটে হাহাকার এসে জানান দিল।
      সে যখন "ভালো থেকো প্রিয়" বলে হাসিমুখে সাক্ষাৎ নিল বিদায়ের।
পৃথিবীর হাহাকার সেখানেই,
যেখানে যেদিন আমার মনের হারিয়েছে খেই।



হাবিব হসপিটাল
২৪/৫/২৩