গুচ্ছ মিলন শেষে লটকে আছে দেশে যাযাবর
দহনে মেলাতে পারো নাই কে আপন কে-বা পর,
চিৎ হয়ে আকাশ দেখো,সাদা নীলে সব স্বার্থপর
ঝড় পায়নি মাথার উপর ছাদ কেমনে চিনিবে আপন ঘর।

পরকীয়া সুখ কেবলই শুধু ধোয়া নিয়ামক জীবন
দিশেহারা তুমি হারাবে তখন চৌকাঠা এ ভুবন,
মিষ্টি হেথায় লেগে আছে যাহা করিবে সে চুম্বন
মিলিবে কিভাবে লাটিমের পাক আড়াআড়ি ঘূর্ণন।

ফিকে হওয়া মুখ দেখিও এসে সুখ,নেই আমি আর
মুখে নেই অন্নের স্বাদ,গোমড়া তবু দুঃখ নেই হারিবার,
ন্যাড়া বেল তলায় হারাবে সর্বস্ব এ যুগে আর কতবার
মৃত গাছটি সুগন্ধ বিলাতেও পারে হঠাৎ সুসময়ে আবার।











নিরিবিলি, নবীনগর
৬/৯/২০২০