চৌকাঠে হেলান দেয়া অপ্সরী,
ঘন দুপুরে জীবন্ত কাকের চিৎকার আর গভীর রাতে শিয়ালের কান্না,
অযথাই শুভ্র মুখের পর্যাপ্ত হাসি নিয়ে আসা হয় তবলার সামান্য শব্দে,
আমি তোমার পায়েলের আঘাতে মুগ্ধ হতে চাই,
কাঠঠোকরা যতটা আঘাত করে তার চেয়ে বড় বেশি শব্দচয়নে তোমার হৃদকম্পনে আঘাত করে যাবো,
বংশীর কহ কথা জেনে নেব তোমার আড়ালে,
দুপুর গড়ানো বিকেলে দক্ষিণা বাতাস হবো আর এলোমেলো করে দেব তোমার চুলের বেণী,
এতটা বলে ফেলেছি, তব চৌকাঠের অপ্সরী,
বিষন্ন থেকো না, চাই নির্লিপ্ত জবানবন্দী।
নিটার,
২৫/২/২০১৫