একটা ছেড়া গোলাপ পরে আছে!
হয়তো কোন প্রেমিকা রাগ করে পায়ে ডলে রেখে গেছে শান্ত করে এই রাস্তায়,এই গোলাপ কি আর সজাগ হবে?
নিবে কোন নতুন প্রেমিকা?
ব্যর্থ প্রেমিক কহে, ওহে ফুল পাপড়ীতে চুম্বন দিয়েছিলাম সাহসে কুলোয় না বলে,
ছুয়ে যাবে চুলের বাহার, অজান্তে ঠোট ঢের স্পর্শ করবে প্রেমিকার চুল!
কত ব্যতিব্যস্ততায় একটা গোলাপের জীবন কাটে।
রাস্তাটাও অনবরত কামড়ে দিচ্ছে নিজের জিব,এতটা মায়া পায়ে ঢলতে পারলো এই প্রেমিকা!
তারও বা দোষ কি, ছোট্ট মা চড়ুইটা ডিমে তা দিতে গিয়ে দেখেছে প্রেমিকা বিরক্ত এসবে,
সবাই গোলাপটাকে মেরে ফেলে তার খোঁপায় গুজে দিতে চায়।
একাকী স্বপ্নে প্রেমিকা ভাবে, একটা জীবন্ত গোলাপের সুবাস ছড়াবে, কে আছে এমন প্রেমিক!
তাকে বলে দিও,প্রেমিকা তার মতই জীবন্ত একটা গোলাপ চায়!
প্রেমিক বেরিয়ে পরেছে, একটা জীবন্ত গোলাপের খোঁজে।
নিরিবিলি, নবীনগর
৪/৮/২০২০