দুই পা তোর কব্বরে গেছে ছাড়লি না এক ছা জমি,
সামাজের পেটে অতিশয় জ্বালা,করে দিতে পারে বমি।
নিচু জাত বলে তাড়িয়ে দিলি_গাঙ্গে হইলো না ঠাঁই,
মজলুম দুনিয়া উচু নিচু শহর_কোনখানে আর যাই।
এতদা শহর ভেঙে দিলো যে ____মহান প্রভুর পাল,
মরবি তো কাল তবে তো তুলে_নিবেই পিঠের ছাল।
অতিশয় ভদ্র করলি বিমুগ্ধ___জনতার চোখে ছানি,
পেটের দায়ে এরাই তো টানে অসুস্থ সমাজের ঘানি।
মাথামোটা ষাঁড় হাঁকডাক তার মুখে মুখেই শুধু বুলি,
মন চায় অতি দিয়ে করি গতি__কবিতার সব গুলি।
হাটের বাজার ভেঙে গেছে আজ___নষ্ট ঢামাঢোলে,
তুই তো পেলি মহাকানা জাত_উঠে বসলি তার কোলে।
জাতপাত নাই বিদুষী বেহায়া কানাখোঁড়া হোক সতি,
আহা কি মজা ঠেকে গিলে গজা নেই যে কোন গতি।
ভেড়ার পালে ছাগলের হাট____গরুতো হয়েছে চুরি,
সব নিয়ে কি গড়ালি এমন ছাপোষা গন্ডার সম ভুঁড়ি।
আমিতো বিবেক বিক্রি হয়েছি চড়া দামে কোন হাঁটে,
পাওয়া গেছে পরে বিদিশার সেই উজান নদীর ঘাটে।
মামুলি বিষয় হলো হিস্যায়____পাকাপোক্ত ছয়পদী,
নেহাত আমার টিকে আছে কোনমতে বাহবা নেয়া গদী।
চারকোণ থেকে উষা ওঠেনা__পূবে ছেয়ে গেছে ধর্মঘট,
পিছু হটবে আজি হোক বা আগামী_হঠকারী আর শঠ।
ওরে সাহারা ভাববে কাহারা_সময় কেন এতটা অলক্ষুণে,
জানে না মহাজন সে_কখন কোথায় খাবে তারে শকুনে।
দেখো না তুমি______বাসা বেধেছে চেতনায় ঘুণপোকা,
হারামি দেখ চেয়ে তোর_মনবিছানায় অসংখ্য ছারপোকা।









স্টারলিং লন্ড্রী  লিমিটেড
১৭-৬-২০২০