পৌষ-মাঘের ক্রান্তিতে কয়েকটা দাঁত ফিরিয়ে এনে চিকচিকে হাসির ফোয়ারায় অগ্রহায়ণ প্রলাপ করে!
উদ্যম মন লাল-হলুদ পাতায় খসে যায়, এই কচি প্রাণ ফোঁটা ফোঁটা শিশিরের আলিঙ্গন ধরে।
অপ্রাপ্ত ফাল্গুনে!
হিয়ায় লুকিয়ে থাকা বাসন্তী।
চমৎকার সকালের নরম উষ্ণ রোদ আবেদন ,খিলখিলে হাসি হয়ে যায় মেকি বাস্তুসংস্থান;
এন্টার্কটিকার তলদেশ ঘষে করি আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সায়াহ্নে প্রেম অবস্থান।
খণ্ড খণ্ড বরফের ঢিবি,
নিচ্ছি কালক্রমে ডুবে থাকা খানিক প্রশান্তি।
মনের অব্যয়, বিশেষণ সব ডুবে থাক তরঙ্গের অস্পর্শী ভাজে, ভয়ার্ত ঘাম সব জলবায়ুর তহবিল;
ডালপালা ক্ষয়ে বৃক্ষ কঙ্কাল,শেষমেরুতে নদীর শ্মশান,তৃষ্ণার চোরাচালান উড়ে উড়ে নাকি মেটায় শঙ্খচিল!
শুন্যে ছোড়া ঢিল,
হাওয়ায় মিটিয়ে দিও দু'পারের ক্রান্তি।
৮/২/২৪
এজিএস