হয়তো তোমার সাথে আমার আবার দেখা হবে,অথবা কখনোই না;
অথচ দেখো আমরা একই বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, একই মাটিতে রাখছি পা!

অপ্রাপ্ত বয়সে আমাদের প্রেম গেছে মরে, পাতানো দুর্ঘটনা,
হঠাৎ বাড়িয়েছিলে আশেপাশে সব প্রেম দস্যুর আনাগোনা।

কারে খোঁজো তুমি? বহুদূর নিয়েছ চোখের দৃষ্টি সুচের ছিদ্র করে ভেদ,
আমাকে কি সুক্ষ্ম করিডোরের ফাঁকে দেখা যাবে?এতটুকুই ব্যবচ্ছেদ!

যাতনা বেড়েছিল, হিংস্র সাবকের যেমনটা লাগে খুশি! কপাল ঢাকিতে সবটুকু বিষ দিয়ে নীল হলো গতরের কানেকশনে থাকা সব নুডুলস। অতঃপর, থেমে থেমে কর্নিয়া থেকে ঝরে যায় সাদা রক্ত!
          তাহার সনে বারিশ নামে সুর্যোদয় ছেড়ে পশ্চিমে  সুর্যাস্ত, গুনে গুনে শেষ হয় আমার পাঁচ ওয়াক্ত।

       মনের বাহিরে কথারা কষ্ট করে, ভিতরে গেলে ধরা পরে যায় অহেতুক কান্নার ছায়া,
হোক বা না হোক দেখা, ভিজুক চেনা শহরের ধূলো জমা মায়া।




রেডিসন
২৫/৩/২৪