হৃদয়ের গহীনে উঁকি দিয়ে হৃদমাজারে যে দেয় হানা,
এখানে বসন্ত পুষি,বলো তারে কি করে করিগো মানা।

কতটা দুঃখ রাখিলে জমা
           হয় তাহা সুখের বিয়োগফল?
কতটুকু কাছে আসিলে পরে
          চোখের পিসিতে মাখে জল।

কি দিয়ে তারে লালন করিলে থেকে যাবে হয়ে সুখ,
কোন কবিরাজ তন্তু খাওয়ালে কেটে যাবে সে অসুখ।

মন চিবায়ে দূর্বাঘাস কি বাড়ন্ত করা যায়?
হেথায় সে ক্ষত হয়ে আছে আমার সবল গায়।
        অসুখ বেচিয়া সুখ কিনিব পয়সার হাহাকার,
        কব্জা হইলো মন,বাকি অবশিষ্টাংশ তাহার!

কতটা আলাপ হৃদয় মাখিলে তাহার জন্য ছটফটায়,
কয়টা বসন্ত পার হলে তারে ভালোবাসা বলা যায়?




নিরিবিলি
২৫/৪/২৪