আপনার ভীষণ মন খারাপ তাই না?
           আসমানের মতন দুঃখ পেলে কাঁদে, সুখের গল্পে আঁকড়ে থাকে উন্মাদে!
মনের অসুখ হলে মন খারাপের হাওয়া বয়,
উতাল পাতাল ঢেউয়ের মতন আমার পাড়ের হঠাৎ ক্ষয়।

তবু আপনার মন খারাপ আজ কার বিষাদে?
প্রানসখী, যে রাঁধে সে নাকি চুলও বাঁধে!
ভাঙন কেনো তবে শুধু আমার বাঁপাশ কাঁধে?
রোদের দুপুর মাইন পোতা কি সূর্যের আহ্লাদে।

কেউ জানে কি দুখ বিলাসও, মন খারাপের ওষুধ হয়ে থাকে;
কলির মাঝে ফুলের ঘ্রাণ জমা যেমন রাখে।

আপনার তবু মন খারাপের কারণ কি?
চলেন, মনের গভীর সমুদ্রে আজ এক টুকরো চর আঁকি!
হেথায় মন খারাপে দু'জন বসে আকাশ দেখি,
সকাল ঘনিয়ে এলে চাঁদের থেকে কষ্ট শিখি।



রেডিসন
২/৫/২৪