যখন আমি থাকবোনা বিশালাকায় তোমার দুচোখের মায়ায়, আমার কবিতার পাতাখানা ভিজিয়ে দিও!
টুকরো হওয়ার আগ অবধি হতাশা ঝালিয়ে নিও আমার কপালের ভাঁজে,
পৃথক অংক, খোড়োখাতায় জমাট বাঁধা বিশ্বাস ঝড়ে যাবে পৌষের আগমনে।
নিরাশ মোমবাতিটার আগুন নিভে যাবে,পাদপ্রদীপে জমা হবে অকেজো মিঠাই!
ওহ! কি আলাপন; যোগ বিয়োগে সব হাওয়াই মিঠাই!
দস্তরখান ছড়িয়ে দিয়ে রোদে সাজি বাহুবল ভদ্র, চোখের পলকে নেশা ধরাই প্রেমিকার তাক তাক ভাঁজে ;
দৈন্যদশার মায়া।
সে যে অক্টোপাসের মতন নির্বিকায় লুকিয়ে যায় প্রয়োজনের চাহিদায়,আমাদিগকের যোগান নেই, মুড়িমুড়কির বৈয়ামে প্রান আটকা পরে যায় যায় সূর্য অস্ত!
আমি মরি, ডুবে যাই তোর চোখের কোটরে জমে থাকা জলে।
চৈতন্য দা' একবার বলেছিল,কিছু চোখ সর্বনাশা,শকুনি!
বকুল তলায় শীতের সকালে জমে গেছে অজস্র কান্না।













স্টারলিং লন্ড্রি লিমিটেড
২১/১১/২০২০