দেখো সুখ;
আমায় তৃষ্ণা দিও না,মানবেতর জীবন ফুঁ দিয়ে উড়িয়ে দাও,
মন্দাগ্রস্ত পাকস্থলীর অণুজীবেরা হাউকাউ করে মনঃক্ষুণ্নতায়।
এবার ফিরে যাও গোপাল,সীমান্তে তারকাঁটা!

দেখো সুখ;
বাঁচি মগডালের ঝুলন্ত অভিযানে,ধরপাকড়ের অবিশ্বাসে হেমন্ত মন কাঁদে,
কত বসন্ত খোলসের মাঝে দক্ষিণা নিয়ে চলে গেলো।
তব স্বাধীনতা নিয়ে নিলো দালান ফ্রেমে!

দেখো সুখ;
কাহিল ঘুঘুটা ডাকে না,বেজোড় রাত্রীগুলো ইবাদতখানায় মাথা গুটিয়ে অক্কা যায়,
কে নেয় তার ঘ্রাণ,সে ছোটে ব্যারিকেড দেয়া দেয়ালে।
বাঁধা পায় ঘুঙুর পরা ময়ূরীর নাচ!

দেখো সুখ;
অবিশ্বাস নিয়ে যায় সুপ্ত সিংহশক্তিকে,যা জোড়া লাগানো ছিলো মনস্তত্ত্ব আঠায়,
চুপ করো স্বভাব মন,তুমি হেরে যাও এই যামানায়।
কতগুলো সুখপাঠ্য তালা ঝুলুক শান্ত মনে!

দেখো সুখ;
পাখি যদি তবলা বাজায় গিটারে তবে ছেড়ে দাও,খুলে দাও খাঁচার দুয়ার,
যায় যাক বহুদূর,দেখো না,দেখো না।
এসব সহিংস পদ্ধতি চালু করেছে প্রেমিকারা!









চিটাগাং রোড,সিদ্ধিরগঞ্জ
নারায়ণগঞ্জ

২৯/৮/২০২০