চলতি পথে এগিয়ে যেতে আসলে কোন বাঁধা,
নীল আকাশে তাকিয়ে দেখো মেঘ টা কি আজ সাদা!
কষ্ট তুমি দিবে যদি থাকবে না কেনো নামের জায়গায় দাতা,
কাঁদবো আমি সুখ খুঁজিতে তাও থাকে ক্যান তোমার বিরুদ্ধতা!
চাইলে আমি পুষিয়ে দিতে পারি তোমার শোধ,
সোয়া আনার এই জীবনে মাখবো আমি কি দিয়ে আর তোমার অভাববোধ।
পাশাপাশি পিঠ ঠেকিয়ে মন রেখেছ ঘেঁষে
কিভাবে কোন হলুদ পাখি মন নিয়েছে এসে।
হেথায় আমার ডগার মুখে বিষ ছুড়েছ শেষে,
ছাই পোড়া সব বাদাম খোসা হাসছে ছদ্মবেশে।
মনের দামে মন কিনেছি, নিতে গিয়েই ধোঁকা ;
যতই তুমি এফোঁড়ওফোঁড়, ততটা নই বোকা!
বাঁধ সাধিল জীবনটা যে শেষ বিকেলে একা,
ঠকে গিয়ে বেহুশ প্রান হয়েছে একরোখা।
কবেই তো প্রেম বালুর মত ফেলেছি যে ঝেড়ে,
গোসল শেষের ভেজা বসন নাড়ে যেমন বাঁশের আড়ে!
নিরিবিলি
১৫/৪/২৪