না,এভাবেই বলে কয়ে রাশ টানতে হবে,
বড্ড বেমানান হয়ে গেছে ভালোবাসা।
একটা লঞ্চ হয়ে ডুবিয়ে মারবো প্রেমিকাকে,আমি ওমন নাবিক নই গো প্রিয়া!
গভীর অতলে যতক্ষণ বেঁচে থাকবো তোমাকে শেষ অক্সিজেন টুকু বিলিয়ে দিয়ে অগস্ত্য যাত্রা করবো।
চল একসাথে আকাশের বাড়ি যাই!
বুদ বুদ যদি উঠে আসে অতল থেকে তবে ডুবুরি নামবে অনাহুত শ্বাস কে ডাঙায় ফিরিয়ে আনতে,
তুই ফিরিস না আমায় ছাড়া,তবে যে দ্বিতীয় বার হত্যা হবো আমি।
ভাবিস না, জলের মাছ,শ্যাওলার সাথে বন্ধুত্ব হবে আমাদের,
আর তা না হলে ওদের খাদ্য হয়ে রইলাম কয়েকটাদিন।
বাস্তুসংস্থানে হারিয়ে যাওয়াটা দুঃসাধ্যই আজকাল,
আমরা মাছ হয়ে ফিরবো,ছোট্ট মাছরাঙার ঠোঁট বেয়ে ওর লিভারে টুকরো টুকরো ভাবে কয়েকটা মিনিট,
তারপর তরল হয়ে বেরিয়ে যাবো।
আমি তুই মিলে জলের রাজ্যে রাজা-রানী হয়ে থাকবো,
এই সাম্রাজ্যে আমাদের বাচ্চারা জলজ প্রাণীদের সাথে মিলে হয়ে উঠবে মৎসকন্যা!
পুরো পৃথিবীর মহাসমুদ্র হবে আমাদের,একটা বুনো তিমি কুর্নিশ জানাবে, ভাবো তো প্রিয়া!
শাহজাহান ও তো এমন তাজমহলরাজ্য দিতে পারে নি।
ভয় পেয়েছো কন্যা! পিছিয়ে যাবে?
দেখো, একসাথে থাকতে চেয়ে এসব আমি মেনে নিয়েছি।
আমি মজ্জাগত করেছি এমন বিরূপ ধারণা, আমি প্রেমকে লালন করতে করতে দুঃসাহসিক প্রেমিক হয়ে গেছি,
তুই আমার নিমজ্জিত প্রেমিকা হ'।
আমি প্রেমকে মারতে চাইনা বলে নিজেরা হারাতে চাই,
সঙ্গী হ' আমার।
চলো, প্রথমতঃ বিশ্বাসে একই লঞ্চের যাত্রী হই!
নিরিবিলি, নবীনগর
১/৭/২০২০