অজান্তে হৃদয় মেরিন জাহাজের মত ছ'মাসের ছুটিতে,
লালসায় বেঁকে না যায় মন;
     মদ কিংবা তার থেকে তীব্র নেশা নারীর খুঁটিতে।

চোখ বুড়ো হয়ে গেছে, লজ্জা কমে নি!
তাকিয়ে রয় বাঘডাসের মতন কমনার গ্রীবে।
       উত্তাল পাড় ভাঙা সিন্ধুক পোতা ইচ্ছে দমেনি।

যেমনটা চৈত্রের অপেক্ষায় থাকে যুগল কুকুরের দল।




শাহবাগ
১৮/২/২৪