আমাকে চেনো?
    মনে তো পরছে না!

কাঠগোলাপ?
  খোঁপায় পরেছি কখনো। না তো, মনে নেই!
ময়ূরের পাখনা?  
    আমার বেশ পছন্দের।

           শোননি বাচ্চা দেয়?
হ্যা, শুনেছি।  কিন্তু কেনো?

তোমার বায়োলজি বইটা বাসায় আছে এখনো?
জানি না।
    কিছুটা সময় হবে?
হু,
তবে বইটা খুঁজে, শুন্য সাত শুন্য নয় পৃষ্ঠা উল্টিয়ে দেখো।



ভালো আছো?
  হুম। আপনাকেই খুঁজছিলাম। মিরাকল লাগছে।
আপনার বলা পৃষ্ঠায় কাঠগোলাপ, ময়ূরের পাখনা খুঁজে পেয়েছি।
শুধু! বাচ্চাগুলো পেলাম না।
  
মন খারাপ?  
যৎসামান্য।  বাচ্চাগুলো পেলে ভালো লাগতো।

বাচ্চাগুলো,বাবা হারিয়ে ফেলেছে তাই জন্মায়নি।
ওহ্।

কিন্তু বলুন তো আপনি কে? এতকিছু জানেন কেমনে?
আপনাকে কেমন যেন চেনা মনে হচ্ছে!





ফাল্গুনী হাউজিং
২/৪/২৪