দেখতে দেখতে জীবনের বয়স গাঢ় হয়ে ধুতরাফুলের মত চুপসে যাচ্ছে চামড়া,
একফুট দু'ফুট করে বাড়তে বাড়তে ছ'ফুটের কাছাকাছি এসে থেমেছি, শুনেছি আদিমকালে শতফুটের অতিক্রম করা মানুষ ছিল অহরহ।
এই বদলের মধ্যে দিয়ে তৈরি হয় প্রজন্মের বহর।
শুনেছি গড় আয়ু কমিয়েছে এই ব্যস্ত নগরী, তারপর হঠাৎ করে ছেড়েছি শহর।
এই যে আকাশ ফেঁটে বৃষ্টি নামে, সন্ধ্যার আকাশে হঠাৎ লাফিয়ে বেড়ায় চমকানো আলো,
শান্ত রাতে ফিরে আসে জোছনা, চাঁদ আর তাঁরাদের মিছিল।
এত বদলের মধ্যে, রাত জেগে জেগে পাহাড়া দেয় আকাশ, দিনের ভূমিষ্ঠ হওয়ার নেপথ্যে কারিগর;
মৃত দেহ গুলো পঁচে গিয়ে আত্মা নাকি গিলেছে ভুতের সমাহার।
আমার মনের ভিতর গড়ে ওঠে আরেক মন, কলমের কালিতে আসে প্রিয় লেখা, ব্যাঞ্জনবর্ণ মিলে মিলে তৈরি হয় ভালোবাসা।
কি অদ্ভুত!
এত এত বদলের মধ্যে তোমার সবকিছু ভুলে যাওয়া অবাক করে সৃষ্টির সব পরিবর্তনের চেয়েও বেশি,
জানি না,
তবু ক্যান আমি জীবনরে ভালো না বেসে,তোমারেই ভালোবাসিয়াছি।
নিরিবিলি
১৪/৫/২৪