এমন পিষে ফেলো,
অচেতন হয়ে যাই!!
কেন চাকার পর চাকা গিলে খায় চামড়া,উপরী আবরণ।
অসহ্যতা, খুঁটে মুটে মাঝেমধ্যে খুবলে খাই হঠাৎ,
বলা যায় সুযোগসন্ধানী মজলুম।

সুরমার কালিমাখা চোখে দেখোনি তবু কি পরশ দিয়ে গেছে পাষাণ।
অবেলায় সূর্যের মুখ আর ফেরানো হয় নি বর্ষার তোপে,
আমার আর তোমার বিভাগী আদ্র সন্ধ্যায়।
গিলে খাই উঠোনের কাঁদা -

কংক্রিট মোড়া সিমেন্টে বন্দী জীবন্ত মাটি।
এ-ই পছন্দের ম্যাগাজিন বুকে উঠে এসেছে পরিক্রমা, শূন্য এ বুক, শূন্য যোগফল, শূন্য ভবিষ্যৎ!
টুপ করে গিলে খাওয়া এই যোজন সময়, ওতপেতে থাকা রাক্ষুসে খিদে।

যদি তুমি হেরেই যাও তবে শক্ত মনের নিন্দা উড়িও না,
দোষের চাকুর আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়া পৃথিবীর উদ্ভাবন থেমে যাক,
চাকার রাস্তা ফাঁকা ;
আজ,এখন অব্দি।

থামুক কান্নার জলপ্রপাত।



রেডিসন
২৩/১০/২৩