গত বছরটায় ছাইড়া আসছি লক্কর ঝক্করে কোমড়ের বারোটা বাইজা যাওয়া তোমার গলির মাথা;আর কি চাই,
তবে তোমার বারান্দার মায়া ছাড়তে পারি নাই!
ঐ যে রিকশা থেকে নাইমা সোজা ছোট্ট গেট দিয়া অজান্তে উকি মারতাম,তোমার ঘ্রাণডা পাইতাছি কিনা! গলার আওয়াজটা কানে ভাসে কিনা!
সব ছাইড়া আইছি আজ,মায়া দাফন বোঝো! এখন আর তোমার ফিরিস্তি গাই না,হাতটা ধরবারও মন চায় না কারো;
তোমরা তো এইরাম কতজনরেই মাঠে মারবার পারো!
তাই বইলা ছাইপাঁশ গিলা শুরু করি নাই,চেহেরায় রুদ্রমূর্তি ময়লা জমাইয়া রাস্তায় তোমারে দেখবার ঘুরি না আর,বাসার গলিটাও ভুইলা গেছি,
তারপরো প্রতিদিন বিহানে দেহি বাঁইচা আছি, তাইলে কওয়াই যায় ভালোই তো আছি!
কত স্মৃতি ভাসাইয়া দিছি ডিঙি নায়ে আর তোমারে তো সেইদিনই জ্যন্ত পুতে দিয়েছি আগাছার ঘরে,
মনে যে পরিবার পারে আধাকাল পরে!
মনা, এখন আমি অনেক কিছুই ভুইলা যাবার পারি,তোমারে ভুইলা যাইবার পারি,অহন আমি আমারেও ভুইলা যাইবার পারি; মাইনষের কথায় আর কি হবে হোক,
আমি এক্ষণ অনেক কিছুই ছাইড়া আসা লোক!
( মারজুক রাসেল থেকে অনুপ্রাণিত)
স্টারলিং লন্ড্রি লিমিটেড
১২/১/২০২১