আজকের ঝুম বৃষ্টিটা তোমার জন্য,
বিজলির চমক তোমার আলো, রূপালি মুখে আল্পনা আঁকে,
বৃষ্টির এই ঝুম তোমায় ডাকে মৌনতায় ঘেরা আমার প্রকৃতির মাঝে।
আকাশের খটখটে ডাক তোমায় আন্দোলিত করে নিরিবিলি মেঠোপথে নীল শাড়িতে ঘুঙুর নাচতে।
আজকের বৃষ্টিটা যে শুধুই তোমার জন্য,
টুপটাপ বৃষ্টি কচুপাতায় আটকে মাটিতে চুয়ে যায় এ এক অসাধারণ ঘূর্ণিপাক,তোমার বেণী চুল হয়ে খোলা প্রান্তর উন্মুক্ত করে দেয় লাজ সন্ধ্যায়।
তোমায় আলতো করে লজ্জা দেয় যে বর্ষা, ঠিক বাঁচার উৎস হয়ে ফিরে আসে আমার অতলে ডুবে যাওয়া জীবনে।
এই নির্ঘুম সজীবতা কঠিন পাহাড় ধসে জলের ধারা বহাবে বাঁশরী সুরে।
হ্যাঁ, আজকের বৃষ্টি শুধু তোমার জন্য,
চোখ বুজে তাকিয়ে আছি বাহির পানে,অনুভব পালাবদল করে আলিঙ্গন করে উন্মুক্ত গা,
প্রেম কি,কেন হৃদয় ব্যাকুল হয়,পরান পোড়ে কয়লা উনুনে,ন্যাপ্থার সুভাস পুরনো ভাজ করা পরিধেয় বস্রে,
এর সব তৃপ্তি তৃণমূল ভালোবাসায়।
এই বৃষ্টি তোমার জন্য, আমায় প্রেমিক কবি রূপে জলে ফেলে দিয়েছে অসভ্য সময়,
কবিকে এখন অনেকে ভালবাসতে চায়, কবি রোদ্দুর তাপ  বৃষ্টি শীতলে ভুলে যায়,অনুভূতির আড়ালে এসব কান্না বৃষ্টি হয়!
ভাবে এক জীবনে এত প্রেম দিয়ে কি হয়!
তবুও প্রেম হয় বৃষ্টি, বালিকা হয় যুবতী,যুবক কবি হয়ে ওঠে, প্রেমে পড়ে;
নিগুঢ় শরীর সারা দেয় বেগবান স্রোতে!
বৃষ্টিই সর্বনাশী, জীবন বিনাষী উন্মুক্ত গড়ের মাঠ।
তবু এই বৃষ্টি ঝড়ুক,প্রেমিকা গান গা'ক বৃষ্টিবাতাস তোড়জোড়ে।







স্টারলিং লন্ড্রী লিমিটেড।
২৮-৫-২০২০