পাঁচটা বছর পরেও এ যে শিশু রয়ে গেলে
তোর জন্ম কবে;সময়,সাল টা কি লিখে রাখো নি?
পরিপক্ক হবে না তবে কেন প্রেম হয়ে জন্মালে?

আড়ষ্টতা কি এ যুগে মানায়!
এ যুগের প্রেম হবে পরিনত,বয়স্ক আর মায়ার ক্ষেত,
তাবৎ দুনিয়া প্রেম হয়ে যাবে,নতুন যত ফসলে।

পাঁচটা বছর কম কথা নয়!
এই শিশুটির দাত নড়বড়ে, এর আঁখিতে মায়া জন্মায় নি,
ক্রোধ ছেয়ে আছে পিসির বারান্দায়,এর নাকের নিঃশ্বাস বড় ভয়ংকর;
এই প্রেম ভ্রূণরূপে নষ্ট হয়ে গেছে!
দোষ কার?
এটা প্রেম হয়ে জন্ম নেই নাই,বড্ড অবেলায় শখ করে নাম রেখেছিল প্রেম।

জগতের সব দানা নষ্ট হয়ে গেছে অঙ্কুরেই,
আর কোন সম্ভাবনা তৈরী হবে না, গোমট অন্ধকারে ধীরে ধীরে সব নিয়ে চম্পট দিয়েছে প্রেম!
এই অবেলায় কে,কি জাদু দেখালো তবে, বৃহন্নলা!

আমি রবীন্দ্রনাথে প্রেম খুঁজি,বঙ্কিমচন্দ্রে রূপ খুঁজি,জসীমউদ্দিনে গ্রাম্য বঁধুর আঁচল,
অবশেষে শরৎচন্দ্রে হতাশ হই,আমায় দেবদাস বানায় প্রেম।

প্রেমকে ভূমিষ্ঠ হতে দিতে নেই,যতদিন আকাঙ্ক্ষায় থাকে মনে বাণ নামে আক্ষেপের,অনুভূতিতে শিহরণ তোলে,
হ্যাঁ,সামনে আগাতে বলে;
হোচট খায় আগামী, একটা টগবগে শরীর ভিতরে ভিতরে ক্ষয় হয়।

প্রেম নকশীকাঁথায় লুকানো সুতার কারুকার্য হয়,
একপাশ থেকে একজন দেখে প্রেমে পরে আবার অন্যপাশেও প্রেম!
হে প্রেম,
কে হবে তোর সে আসল কমা,দাড়ি!

পাঁচটা বছরে পরান জুড়ালো না আর কয়টা বছর হলে প্রেম হয়?
কত সময় আর কি চাহিদা মিটালে তুই প্রেম হবি?
প্রেম তুই কি কখনো আমার হবি?
প্রেম চল কানামাছি খেলি,হেরে গেলে অন্ধকারেই হারি!
অতলে ডুবে যাই তোর ডিনামাইট উদ্ধারে।









স্টারলিং লন্ড্রী লিমিটেড
২৯-৬-২০২০