আমাদের বসন্ত বাড়ন্ত বয়সে এসে ঠেকেছে, মরমরে পাতার শব্দে প্রেমিকার কান ঝালাপালা, নতুন মোড়ল;
চিনে যাক বাহন অগ্নি, পুরে কয়লা, কাঠ বিড়ালিটার লেজ পোড়া, পানির স্রোতের কত জোর পালাক্রম তবু তরল।
হলদে পাখির বেড়িয়ে আসার সময় হয়েছে, হারিয়ে! আহা চর্মচক্ষু দ্বীপ জ্বালানোর প্রয়োজন, খেপিয়ে আলো কে!
আমায় চক্ষু দাও; কে জানে তাহার বিপরীতে কোন বাসন্তী দাঁড়ায়, কোন তুলনায় কিবা ভালো কে!
অসীমের ভেলা কে ভাসিয়ে তুরুপ তোলে পাল তোলা বসন্ত, অবিরাম অগ্রযাত্রায় জরুরি প্রত্যাবর্তন,
সীমন্তে কোকিল ডাকে,সবুজে ঘুরে বনরুই সজাগ করে কাটা;বসন্ত এসে গেছে,চলো ডুবি,ঘুরেফিরে তোমাতেই আবর্তন।
এই সেই মধুরতা যেখানে বিশাল পাথরের মত জেগে ওঠে পাহাড়, চলো বেচাকেনা করি তোমার আমার জমি জিরাত,
নিজের না হোক চলমান ঝর্ণা ধরে আগাই গিরিখাত, চলো একাধারে লাগিয়ে যাই বসন্ত সিরাত।
স্টারলিং লন্ড্রি লিমিটেড
১৪/২/২০২১