আমাদের কোন বয়স নেই, হাসতে পারি লাফাতে পারি
কার্টুন ও বাচ্চার মত আবেগ নিয়ে দেখি;
তবে তোমায় ভালোবাসতে বয়স লাগবে কেন শুনি!

আমরা পরস্পর এখনো প্রেমে পরার দশকে আসন পেতে আছি।
ঐ হাসি যদি কাঁপন ধরায় তবে প্রেমে পড়ার বয়স লাগবে কেনো?
মর্মরে হাসি কি বৃদ্ধা হয়েছে নাকি!

যাতনা বিলাও ফোঁটা শাপলার মত, বিকেলে নিশ্চুপ;
কাগজে কাগজে শত চিঠির হাহাকার আজ টুংটাং করে অপ্রকাশিত মনোভাব।
জানা হয় না, হয় না শোনা, কোন অসময়ে দেখার বাহানা,
আজ বৃষ্টি হয় শীতের মোড়কে;
কি এক অদ্ভুত দুঃসময়!

মোড়ে মোড়ে ছিনতাই হয় প্রেম, সংঘর্ষ হয়,পেট্রোল লাগানো বাকি,স্বস্থির রয়েছে।
ডিজেলে এখন বিষম দাম!
তোমাকে জ্বালাতে আমার মনের উত্তাপ কম কি!
প্রেমে পুড়ছে সকাল থেকে রাত, আমাদের বয়স শেষ হয়নি প্রিয়!

তাকাও রাতের আাকশে,অন্ধকার তত্ত্ব আবিষ্কার করো,
তুমি অব্যক্তরূপে  আমার প্রেমে পরবে।
জানতে চেও না আমি কে!
আমার কোন বয়স নেই, আমি বৃদ্ধ, আমি এক চনমনে যুবক।

আমাদের বয়স শেষ হতে দিও না, শাপলা গুজে দিলাম শীতের সকাল সাঁতরে ;
বন্ধক রাখবো বয়স এক প্রেমের স্ববিস্তারে।












জাহাঙ্গীর নগর
৭/১২/২০২১