প্রিয়তমা!
হঠাৎ করে শরীরে জেগে ওঠা বিষফোঁড়ার আস্ফালন দেখেছ কখনো?
আমি অনুভব করি, প্রেম তুমি টনটনে জেগে ওঠা ঢিবি।
আলতো পরশ তবুও কি চোরা যন্ত্রণার বিচরণ গতর জুড়ে, পরোক্ষ চিতা।
এই লুকনো ব্যথাটা কমাতে গিয়ে ফাঁস নিলো বিষফোঁড়া!
আহা! বেরিয়ে এলো এ কেমন দগদগে ঘা।
সাপের বিষের বিষাক্ততা উবে যায় প্রেয়সীর ছোবল,কণ্ঠে জড়তার ঢং,কথা আটকে থাকে।
অনুরাগে ঢেকে যায় পুরাতন ফোলা জায়গাটা, কোথায় যেন হাহাকার হা করে বাতাস খায়;
শুনেছি সেখানে অট্টালিকা উঠেছে, হাওয়া কমে গিয়ে অক্সিজেন স্বল্পতা।
বেঁচে থাকার প্রয়োজনে কিছু আর নেই অবশেষ, এই ঠাই পাওয়া অনিশ্চিত দুয়ারে এর পর আর মিলেনি আরোগ্য;
তুমি আমার আষ্টেপৃষ্ঠে লেগে থাকা নিদারুন অতীত ভাগ্য।








এজিএস, টঙ্গী বিসিক।
১২/৪/২৩