জন্ম
হামা গুড়ি
এক'পা দু'পা চলা
কৈশোরে ছুটে চলা দিগন্ত
উন্মোচিত আকাশের মেঘ রৌদ্দুর।
কৈশোর
নতুনত্ব মশাল
জীবনের উদ্দীপনা
ছুটে চলা সকালের অবনমন
ভুল পথ,হাটু ভাঙ্গা দ এর শিক্ষা ভদ্রতা।
যুবক
জঞ্জাল কেতলি
ফুটন্ত তেজ,বাগ্মী,রাহুর গ্রহ
নিপাতনে সিদ্ধ সমাসে সংস্কৃত রামায়ণ
বাল্মিকী থেকে মহর্ষি হতে হয়,এখানে নূতনত্ব।
প্রেম
রাসায়নিক শরীরবৃত্ত
দোদুল্যমান সরল দোলক
সমাজবিজ্ঞানে নিথর বাস্তবতা
শেষটা গিলে খায় চিবিয়ে শকুনি ঠাকুর।
সংসার
বহতা নদী
স্বাদ-বিষাদের সুর
বহে শুধু আধখানা আশা
পোড়ন্ত চেপ্টা বুক-পিঠ,বাবা-মা,সুখ!
বৃদ্ধ
নিচু পতাকা
কেতনের হাঁড়ি ভাঙা
চক্ষু মোদন,আকাশে ক্রন্দন
ভাটা পরে গেল যে এবার,রাজস্যিক ক্ষমা।
উপলব্ধি
কেন এ জীবন
মহুয়ার পাল,আষাঢ়ে গুড়ুম
পৃথিবী দেখলাম__আমায় দেখলো
মাটি চাপা দিয়ে দিল বিকেলে,জীবন্ত মাটিকে!
স্টারলিং লন্ড্রী লিমিটেড
৩১-৫-২০২০