আচ্ছা, ধরো! যদি তুমি উড়ে যাও,
পাখাগুলো কেটে নিলাম নির্বিষ, কিছুটা সার্থপর;
অথবা আমি উড়লাম সাথে,তুমি বললে গাও,
নিবিড় যতনে গড়লাম মাটি ছুয়ে পাতালপুরীতে ঘর!
অথবা, ধরো! আমি যদি হেঁটে যাই,
তুমি খামচি টিপে ধরে রাখলে মাটি,না ফেরার বাহানায়;
আচ্ছা তুুমি হাঁটলেই না, এবার আমি কান্না গাঁই,
ঘুটঘুটে আঁধারে হলোনা সাঁঝের বাতি এন্টিক গহনায়!
সম্বিৎ, ফিরে আসুক! বেঁচে থাকা সূর্যে,
আঁধারে এক চিমটি চাঁদ ঘেরা থাক সহস্র তারার পাহাড়ায়;
বর্ষে না ততটা যতটা আলাপনে গর্জে,
খিল খুলো দেখিনি বেণীগাঁথন সখিরে মোর দোরগোড়ায়!
নিরিবিলি
১০/১০/২৩