এই বা'পাশে একটা টুকরোর মধ্যে বসবাস তাহার, সংস্পর্শী! সে এখন ছাতিম ফুলের নিঃশ্বাস বাড়ায়।
           অক্সিজেন স্বল্পতা নেই যে হেথায়,

মগজে,মননে সৃষ্টির কারুকার্যে পীড়িত প্রেম অপেক্ষা, কড়া রোদের মরিচিকায় দোল খায় মগজ;
       চোখের দৃষ্টিতে তুমি মিলিত হও সেথায়।

সব প্রেম কি করে জমা রাখে সফটওয়্যার? কানেকশান লুজ হলে কি থাকে? এরর ভাসে এই চোখের মনিস্ক্রিনে;
         নাকি ভিন্ন তরঙ্গে যোগাযোগ শুরু করে!

প্রকৃতি কখনো জড়ায় কি বিবাদে? এই যেমন দিনের জঠরে জন্ম নেয়া রাত আর রাতের কোলে ঘুমন্ত দিন।
জোয়ার যেমন কাছে নিয়ে আসে,
       ভাটায় কি এক হাঁটু জল নিয়ে গাঙ যায় দূরে সরে?

বিনীত কর্মফল ঝোলার মাঝে সুপ্ত,আশ্রয় নেয় বিরহ, তবু সুখ খোঁজে সায়েন্সের বল আর ভরের সূত্রে;
       গারদ যেমন প্রেম না করেও আটকে রাখে আসামী!

আমাদের নিয়তি বদলায়, কাঠঠোকরা ঠুকে দেয় বেনামি কপাল; তারপর বেলাশেষে সূর্যের ডুবে যাওয়া,চাঁদের ভাঙে ঘুম।
            বাকি ভিড়ভাট্টা ঠেলে সম্মুখপানে যা, তা জানে অন্তর্যামী।




রেডিসন
৪/৩/২৪