( কবিতাটি ২০০৬ সালে লেখা হয়েছে, প্রকাশ করার একটাই উদ্দেশ্য হলো এই ওয়েব এ আমি ৫০ তম কবিতা প্রকাশ করতে যাচ্ছি।
বাবা সত্যি তোমায় ভীষণ ভালোবাসি)

    
জন্মদাতা পিতা আমার
সবার চেয়ে সেরা,
তার মায়াতেই আমার এ মন
সবটুকুতেই ঘেরা।

কষ্ট করে হলেও বাবা
রাখেন আমায় সুখে,
তাইতো আমি বেঁচে আছি
এই ধরণীর বুকে।

পিতার মত নেই যে কেহ
এ ধরণীর মাঝে,
তাইতো পিতার স্নেহ আদর
পাই যে সকাল সাঝে।

বাবার মুখের মধুর বানী
সবার চেয়ে সেরা,
এ জীবনের প্রাপ্তি যা,সবই
তোমার মায়ায় ঘেরা।

তার মায়াতেই মুখে আসে
হাজার সুখের গান,
ভাবি আমি একলা বসে, যা পেয়েছি
সবটুকুই বাবার অবদান।



রিয়াজুল জান্নাত-৫
৩-১১-২০০৬