সয়ে যাক বসন্তের ভোর কান্না চোখে,নিরবতা নামুক শহরের অলিগলিতে;
রিকশার হুট তুলে ভালোবাসা আদান প্রদান।

একদৃষ্টিতে তাকিয়ে থাকা অদেখা রমনী,সে হেঁটে যায়, মন বিলাপ করে;
ফের নাহি হয় দেখা,এভাবেই ঘটা করে প্রস্থান।

চাঁদ তাকিয়ে রয় সন্ধ্যা নামার খেয়ালে, তাঁরারা উঁকি দেয় আকাশের মেঘঘনো ফাঁকে;
তবে দিনরাতের শূন্য রেখা জেনে যাক, তুমিহীন এই বিকেলটা অবেলায় নষ্ট!

চোখের দেখায় হারিয়ে যাওয়া ভোর, খিলখিল করে হাসে রোদ,জলের প্লাবন;
কোকিলের বাসায় কাকের ডিম, না বুঝিয়া! বেচারা প্রেমিক পথভ্রষ্ট।

ক'জন গেলো কয়লারখনি, গভীরে কতকাল, কতটুকু রয়েছে তাহা জমা;
চেহেরা জুড়ে ময়লার স্তুপ,আয়নায় করি ঘষামাজা।

অতঃপর এখানে জমা খেসারত পূন্যের তালায় নাহি নড়ে চাবিকাঠি, খিল তব খিল;
বিবেকের রঙে গতর জুড়ে ছড়িয়ে পরেছে সাজা।





নিরিবিলি
১২/১/২৩