পৃথিবী নিজেকে কোলকুঁজো করে ফেলে দেয় সূর্যের উত্তাপে, পুড়ে যায় বাকিসব, চাঁদ! খণ্ড হতে হতে তাঁরায় গিয়ে ঠেকে, পরস্পর বৈমাত্রেয় কথা বলে!

অতঃপর সকাল, হারিয়ে যায় পোড়া গন্ধ, মূহুর্ত জমে জমে স্থায়ীত্ব খোঁজে, তবে কে আর টিকে থাকে লাল আভা পশ্চিমে হেলে গেলে?

স্রষ্টার সৃষ্টিবাড়ির কানায় কোথাও একটু জায়গা করে নিয়েছি এই অধম, খুঁটে মুটে খাচ্ছি রিজিকের গাওগতর।
বহে সন্ধ্যা নাগাদ শেষ আয়ু বাতাস!

হৃদপিণ্ডের ঘনিষ্ঠ শব্দঘন্টা ছুটির বার্তা দিয়ে গেছে দেহকে,
হঠাৎ একদিন থেমে গেছে চোখ, দেখা হয় না আর ঐ অধিপতির আকাশ।

রহমান আমারে দিয়েছেন কিছু ভালোমন্দের গণ্ডি,
আর নিজেকে ভাবছি আসমানের নিচে আমি বন্দি!




এজিএস
১/৪/২৪