তুমি খুুব করে চাইলে এই বরষার ব্যাঙাচি থেকে ঘরকুনো ব্যাঙ হয়ে রইবো না,
আবার বৃষ্টির আক্ষেপে যাদু তোমাকে নিয়ে অপেক্ষা ফুরাবে, কতশত স্মৃতির পাহাড় জমে পথ হয়েছে কণ্টকাকীর্ণ, জলযান আটকে গেছে যেখানে থেমেছিল ভাঙা পাড়! বৃষ্টি অভিমানে উপায় না পেয়ে সমুদ্রে নেমে গিয়েছিল ব্যাঙাচির দল, লবনাক্ত যন্ত্রণায় আত্মহত্যা করেছিল সব স্বপ্নের ভীত।
কখনো কোথাও কি টের পেয়েছিল গতকাল? আজ যেমন নতুন একটা পৃথিবী দেখছে শিশু! এখানে সব বসন্ত, সব শরৎ। ভূমি থেকে উপহার আসে প্রিয় হাসিমুখ,যেমনটা চুপিসারে মনের বাগান জুড়ে ছড়িয়ে ছিল কাটাছাড়ানো গোলাপ!
কেউ এসে বসুক, বৃষ্টি ভিজুক, ঝড়ে কাপন ধরুক তারপর প্রলয় শেষে আশ্রয় হোক নিরাপদ,
কালে কালে সত্য যেমন বিদায় করেছে গহীন আপদ!
নিরিবিলি
৩০/৮/২৪