তোমার জন্য ভালো কিছু দিতে পারার ইচ্ছে বহুদিন,
ভালোবাসায় শোধ বলে কিছু নেই, শোধাবার নেই ঋণ।
একটা ব্যাংক জমা থাকুক সঞ্জীবনী তোমার মোহরানায়,
আমি তাহার প্রেমিক, মিশে থাকতে চাইনা আধুনিক জনরায়!
উপেক্ষার বৃত্তে শয্যাশায়ী বুড়ো হলুদ পাতা, নত হওয়া উলঙ্গ শির আর তামাকের ধোঁয়া ঘেরা বিছানা।
বাসনা কাবু হতে হতে ধূলোয় মিশে যায় চোখ, তোমাকে আর দেখা হয় না কিন্তু সমুদ্র চায় জল তোমার নৈকট্য ষোলোআনা।
এই প্রেম কিভাবে রাখি যা সমুদ্রের মত উতলায়,
যাক নিভে রাতের বাতি,এন্টিক মূহুর্ত বন্দি কি রাখা যায়?
চারাবাগ
৩০/৪/২৪