আমরা পুড়তে পুড়তে কয়লার কাছাকাছি যেতে গিয়ে হয়ে যাই শক্ত ইট,
গাঁথুনির অস্থি মজ্জায় জমে ক্ষীর কংক্রিট!

আমরা উড়তে উড়তে আকাশের কাছাকাছি গিয়ে ফিরে যাই নাটাই ছেড়ে,
উল্টো পথে প্রচণ্ড চাপ, বাতাসের তোড়জোড় তেড়েফুঁড়ে!

আমরা ভাসতে ভাসতে নদীর তীর ছেড়ে গেড়ে যাই কাঁদার ছ'ফুট গভীরে,
মৃত কানাই হারিয়ে সব মন্দায় স্ব'শিবিরে!

আমরা হাসতে হাসতে লুকোচুরি খেলে দেখি নিজের বিবেকের উদাহরণ,
ঘাই মেরে নিষ্ফল মৃত দেহের আজ জমকালো বরণ!








এজিএস, টঙ্গী বিসিক।
১৬/২/২৩